চারুমান্নান

যে ভালোবাসায় বেসেছিল ভাল

যে ভালোবাসায় বেসেছিল ভাল সেই কত যুগ আগে ছুঁয়েছিলে ঘৃণায় আমায় সেই প্রদাহ যাতনায় জীবন বাঁচে আজও। এক ঝাঁক শালিকের জটলা আবার উড়ে গেল আমার সমুখ আকাশে এক সময় চোখের আড়াল হয়ে যায়, আর দেখিনা উ’দের, ঠিক ‍তোমাকে ভুলে থাকার মত শীত বসন্ত পেড়িয়ে যখন গ্রীষ্ম এলো রৌদ্রের অহমিকায় ঐ ঘুঘু জোড়াটা আর বাবলার ডালে […]