একটু ছুঁয়ে দেখতে আমার জন্মকথা।
একটু ছুঁয়ে দেখতে আমার জন্মকথা। সব সময় আমি একটু অন্যরকম ভাবেঃ বুঝতে চয়েছি জানতে চেয়েছি দেখতে চেয়েছি! বরফ তুলার বৃষ্টিতে ভিজতে চেয়েছি পেতে চেয়েছি আরও,রংধনুর ছোঁয়া। এক সময় মেঘ হতে চাইতাম চেয়েছি আরও, বাতাস হয়ে ছুঁয়ে যেতে। পরন্ত বেলায় নলখাগরার বনে ডাহুক-ডাহুকির খুনসুঁটি দেখে, ডাহুক হতে চাইতাম চাইতাম লাল ফড়িং হয়ে,ঘাস ফুলের ডগায় দুলতে। সব […]