চারুমান্নান

মাধুকুরীর যত চাওয়া

মাধুকুরীর যত চাওয়া তাকে ফিরে পেতে দাঁড়িয়ে ছিলাম জানলার হাওয়ায়, বাতাস তার কথা বইবে একা একা ফড়িং ডানায় রঙ্গিন স্বপ্ন ছুঁইয়ে যাবে সাঁঝ বেলায়। স্বপ্নভুক মেঘ ‍সেজে, আকাশ জমিন ছুঁয়ে যেতে আসবে সে নুপুর পায়ে ঝরনা গানে নৈঃশব্দের মহুয়া বনে নেশার চাদরে চুপি চুপি, মাতাল বুনে নিবে সাথে মাধুকুরীর যত চাওয়া সব নিব লুটে তার […]