নীল নক্ষত্র

মানুষ

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

[ আজ  বিশ্ব নারী দিবস উপলক্ষে এই সত্তরতম পোস্টে  বিশ্বের সকল মানব মানবীর জন্য  রইল  আমার অনন্ত শুভ কামনা]
বেহেশত দোজখ চন্দ্র সূর্য আর গ্রহ তারা
যিনি করেছেন সৃষ্টি
তিনিই সৃষ্টি করেছেন আদম
দিয়েছেন তাকে দৃষ্টি।
বেহেশতে সে আদম ঘুরে ফিরে একা
মলিন বিষন্ন মনে
সঙ্গি বিহীন একা নির্জনে।

আদমের একাকীত্বের নিরবতা মেটাতে
সৃষ্টি করেছেন প্রথম মানবী তারই সাথে
প্রথমে এলো পুরুষ বেহেশতের পরে
নারী এলো তার সঙ্গি হয়ে
আদম পুরুষ আর নারী হাওয়া
দুজনার ছায়া যেন দুজনে।

হাওয়ার সঙ্গি আদম
আদমের সঙ্গি হাওয়া।
আদম করে সন্মান হাওয়ায়
তারি কাছে সে শ্রদ্ধা পায়।
ইবাদত বন্দেগী আর হাসি খেলা
কেটে যায় দিন রাত বসন্ত যে মেলা।
স্বর্গের প্রান্ত হতে প্রান্তরে
অবাধ গতি দুজনার।

নিষিদ্ধ হলো শুধু গন্ধমের স্বাদ-
বন্ধ হলো বেহেশতের দুয়ার।
শয়তানের ছলনায় নারীর ভুলে
প্রথম মানব প্রথম মানবী
নেমে এল্প দুজনার হাত ধরে মর্তের কুলে।
নারীর সাথে পুরুষও পেলো
নারীর ভুলের মাশুল।

ধন্য হলো পৃথিবী, ধন্য হলো আকাশ বাতাস
ধন্য হলো মানবের প্রেম মায়ার বাধন।
দুজনে মিলে সাজালো পৃথিবী, খোদার ইশারায়,
একই সাথে দুজনে মিলে খোদার জয়গান গায়।

ধীরে ধীরে ছেয়ে গেল মাটির পৃথিবী আদম সন্তানে
কেটে গেল কতনা হাজার বছর কে জানে।
নারী আর পুরুষে মিলে ভরে দিল সোনার ধরা
শষ্য শ্যামল ফুল ফসল আর মমতায় ভরা।
মাঠে ফলে ফসল পুরুষের লাঙ্গলে
রাখে তারে বেধে নারীর আঁচলে।
যতনে শুকায়ে রোদে ঘরে তুলে রাখে,
ক্লান্তি মুছিয়ে পুরুষের সুখের পরশ মাখে।

নারীর প্রেরণায় পুরুষ হয়েছে বলিয়ান
তেমনি পুরুষ নারীকে করেছে মহীয়ান।
কেহ নয় পরাধীন সকলেই স্বাধীন
নারী কেন ভাবে সে পুরুষের অধীন?
নারী আর পুরুষের পাশাপাশি চলা
এমনি করে কেটে যায় যদি বেলা,
বেদনাময় জীবনের হবে অবসান
বসন্তের মধুময় শিখা রবে অম্লান।

নারী পুরুষের ভেদাভেদ ভুলে আদম সন্তান
উভয়ে মিলে যেন করে সুখের সন্ধান।
শত হাসি কান্না শত মায়া প্রীতি
নতুনের মাঝে হৃদয়ে দোলাবে স্মৃতি।
অনাগত জীবন হবে সুখময়
উঠবে সফলতায় ভরে,
আমার এ ক্ষুদ্র বারতা কইবে কথা
শত জনমের তরে।।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


11 Responses to মানুষ

You must be logged in to post a comment Login