আমেরিকান চলচ্চিত্র উৎসবে পাঁচটি পুরস্কার পেল বাংলাদেশী ছবি ‘এ ড্রপ অব লাভ’
উত্তর আমেরিকায় বাঙালি তথা দক্ষিণ এশীয়দের অনবদ্য প্রেম কাহিনী এবং সেখানে হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত বাঙালি সংস্কৃতির প্রভাব উজ্জ্বল হয়ে ওঠার একটি ছবি গত মার্চে ‘আমেরিকান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’-এ পাঁচটি পুরস্কার জিতে নিয়েছে। কানাডা প্রবাসী তরুণ নির্মাতা গোলাম মোস্তফার লেখা এবং তারই পরিচালনায় নির্মিত এ ছবির নাম হচ্ছে ‘এ ড্রপ অব লাভ।’ সেরা কাহিনী, সেরা পরিচালক, […]
সব ভূতুড়ে জঙ্গল
আগুনের দিকে ছুটে চলা আমার – আগুনমুখো শসা লম্বা সদৃশ সার্কাসের সেই তরুণীকিশোর টলটল চোখ জলজল চাহনি উর্ধ্বে বিচ্ছুরিত অগ্নি নিঃসৃত মুখোগহবর সাউথ’মেরিকান তীব্র ব্রাজিলীয় কাঁচের স্বচ্ছ গড়ন। <p></p> জোৎস্নায় ছুটে সে সমুদ্র মন্থন ঢেলে দেয় বিষ দেহ দহন চেতনারা বিলুপ্ত, নির্বোধ নিস্তেজ নিথর মৌণ কথন। অবশ শরীর, বলে গেলে না বলে গানে সেই রাত্রির ঝাঁঝালো […]
আসুন, ড. মশিউর রহমানের পাশে দাঁড়াই
ড. মশিউর রহমান বিজ্ঞানী.কম নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দীঘদিন ধরে…. আমি নিজে এরকম একটা কাজে জড়িত থেকে বুঝতে পারি, এসব কাজে কতটা সময় দিতে হয়, কতটা পরিশ্রম করতে হয়…. অসুস্থ এই লোকটাকে আমি ব্যাক্তিগতভাবে হয়তো চিনিনা …. কিন্তু একটি মানুষের পরিচয় ব্যক্তিগত সান্নিধ্য দিয়ে হয়না, হয় তার কীতি, সমাজের প্রতি তার অবদান, তার মৌলিক […]
সংগ্রাম
আর একবার ঊর্ধ্বপানে তোল মুষ্টিবদ্ধ হাত আকাশ কেঁপে যাক থেমে যাক ইলেকট্রিক বাতাস কবেকার মরচে পড়া দরোজা ভেঙে পড়ুক নিমেষে টুইন টাওয়ারের মতো পাখিদের গানে না মুখরিত আনন্দ-বাজার না বসন্তের ওম দিয়ে কেনা জলপাইগুঁড়ো দিন অনুভূত না হোক রাতের আদর না পদ্য লেখা দাবি আদায় না হওয়া পর্যন্ত চোখ মেলে ভোর দেখা নতজানু সিজদায় নতজানু […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী













