মেঘজলে দেখি তোমার প্রতিচ্ছবি বর্ষা কিংবা বসন্ত দুপুরে………

মেঘালয়ের কোল ঘেঁষে ঘুড়ে বেড়ানো সোমেশ্বরী নদী ; আর ব্যাস্ততার চাদর গায়ে আমার ছুটেচলা, এই দুজনার পথে বন্ধু হয়েছিল কিছু প্রাকৃতিক দৃশ্যপট, আমি অদক্ষ হাতে বন্দি করেছিলাম তাদের; হয়তো আমার চোখে তারা ছড়িয়ে দিতে পেরেছিল ভালো লাগার আবেশ

সন্ধ্যাদীপের সোমেশ্বরী

জলের তলে তোমায় দেখি

দুষ্ট ছেলের দল

রানীকং এর গীর্জায়

দূর পাহাড়ের সবুজ বনে

ভরা সোমেশ্বরীর জলে নীল আকাশের রং

দূরে মেঘালয়ের পাহাড়

কালো সোনা আজ পেতেই হবে নয়তে জুটবেনা ভাত কপালে

আকাশ ভরা মেঘ; জলের তলে ছায়া; মাঝখানে তার মায়া

নীল নয় পানি তবুও নীল

নীল জলে………

দূরে মেঘালয় ডাকছে

যখন ভাসা ভাসা আশা ভাসে জলের তলে
________________________________________________________________






সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














9 Responses to মেঘজলে দেখি তোমার প্রতিচ্ছবি বর্ষা কিংবা বসন্ত দুপুরে………
You must be logged in to post a comment Login