খুব কাছে তো খূঁজি না
মূল্যবান দুটো কাগজ খুঁজলাম আর খুঁজেই চললাম
সারা রাত ঘুমানোর পূর্বাবোধি, সকালটা পুরো, বিকেল এর ক্লান্তি ভুলে
সন্ধ্যার শীত গায়ে মেখে কারন জানালাটা ছিলো আধো খোলা।
ভুলো মনের দোষ, শীতের লেজ বেয়ে বেয়ে খোলা পথে মশার গুপ্তাগমন চলছিলই
ভুলো মন কাগজ খুঁেজই চলেছে কঠিনতম আনাচে কানাচে, শত প্যাকটের ভাঁজে ভাঁজে
তারপর রাত আরেকটু পাকতে থাকলে হঠাৎ পেয়ে যাই
কাগজদুটো চিৎ হয়ে শুয়ে এমন এক আস্তাকুঁড়ে, শোকেজের এক কোনে
যেখানে থাকার কথাও না…অত পষ্ট স্থানে মূল্যবানর কাগজ কেউ রাখে নাকি,
অথচ আমি রেখেছি তো, ওদুটোর পা গজায়নি , গজায় না…
স্মৃতি আমার ভুলো মনের সাথে খুনসুটির সুযোগটা নিয়েই নেয়…
কেউ হারে না, না স্মৃতি না ভুলো মন, হারি কেবল আমি…
হয়তো কাছে ধারে খুব নিকটে যেখানে থাকার কথা নয় সেখানেই
আছে সবই , আর খুঁজে চলি দূর দূরান্তে কঠিন থেকে কঠিনে…
অথচ একদিন পেয়েই যাব মূল্যবান কাগজ দুটির মত হাতের কাছে
দৃষ্টির অতি নিকটে, যেখানে থাকার কথা নয়, অথচ থাকে …
তাহলে আমিই তো ভুল বুঝি, ভুলো মনের অবাধ্য হতে হতে একসময়
সব কিছু থেকে মুখ ফেরাতে হয়, স্মৃতিও বিট্রে করে …
সময় অনেক পেরিয়ে যায়, খুঁজে পেলেও কি লাভ আর হবে তখন?—
বিগত কালের সাথে রয়ে যায় সেই ভাবনাটাই কেবল আর সাথে হতাশা।
২৮/১২/০৯






সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














3 Responses to খুব কাছে তো খূঁজি না
You must be logged in to post a comment Login