Added on আগস্ট 24, 2010
অরুনাভ পাভেল
সঞ্চালক নির্বাচিত
মধ্য রাতের গল্প
চেনা এই শহরে
রাতজাগা অনেক পাখি উড়ে
ডানা ঝাপ্টে তারা আমাকে জানিয়ে যায়
আমি এখনো জেগে আছি,
জেগে জেগে স্বপ্নের জাল বুনে চলেছি।
দুরন্ত স্বপ্ন গুলো ছুটছে ঝড়ের বেগে
কেমন জানি দিশেহারা,
বাইরে নিস্তব্ধ আকাশ
জ্বলছে কিছু তারা, নির্ঘুম রাতে
একটানা ডেকে চলে ঝিঝিপোকারা।
by অরুনাভ পাভেল
আমি লেখক নই, তারপর্ও মাঝে মাঝে কিছু লেখার চেষ্টা করি। হোক সে কবিতা অথবা এলোমেলো কিছু শব্দমালা, এগুলো আমার অসম্ভব ভালোবাসার।
ফটোগ্রাফির শখটা এখনো মাঝে মাঝে মাথাচারা দিয়ে উঠে। ইচ্ছে হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে............।
9 Responses to মধ্য রাতের গল্প
You must be logged in to post a comment Login