ছড়া : মেঘের ছেলে
মেঘের কায়ায় বিকেল হলো গোলাপবর্ণ
চোখের মায়ায় তুলো রঙের অরণ্য
নীলছে কুলায় জিরোয় ডানা ফের সায়াহ্ন
পেঁজা পাতায় রাখা আছে পদচিহ্ন
রাখে ফিরায় যতো কথা নোনা উষ্ণ
কী ! গান শুনায় চোখ বুজে যায় চৈতন্য
কে তন্তুবায় ! মায়া মাখা স্বাধীন স্বপ্ন
আকাশ কাঁথায় শব্দ বুনে করে যত্ন
হেথায় সেথায় আলোর খেলা বিস্তীর্ণ
ডানাঝাপটায় কাব্য করে মতিচ্ছন্ন
সেই কবিতায় বৃষ্টি হবে এমন লগ্ন
সব ছুঁয়ে যায় মেঘের ছেলে রাজন্য …
[ প্রিয় কবি রাজন্যের জীবন মেঘের মতোই হোক … সুখী স্বাধীন সুন্দর , ঈশ্বরের কাছে প্রার্থনা , শুভ জন্মদিন কবি ]

একটা পছন্দের গান শুনবেন …http://www.youtube.com/watch?v=8qFMCP1xjWA&feature=related






সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














13 Responses to ছড়া : মেঘের ছেলে
You must be logged in to post a comment Login