নাপাক ঈশ্বর

যাদুর চাদর (প্রথাগত কবিতা)

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

এই শীতে একটি সাদা কালো চাদর ব্যবহার করছি আমি।
জানো বোধহয়, সাদা-কালো কোন রঙ নয়
তবুও কি নির্লীপ্তভাবে রং-এর খেতাব চড়িয়েছে নিজের নামে!
কিছু কিছু কবিতার সাথে আমি একদমই চাদরের মিল খুঁজে পাই না।
কবিতার বই থেকে কয়েকটি খটমট কবিতা অনায়াসে শুষে নিয়ে
কিশোরীর খিল খিল হাসি হেসে আমাকে জড়িয়ে রাখে,
মখমল আলিঙ্গনে বেশুমার উষ্ণতা পাই আমি।
(যদিও চাদরটি আমার মখমলের নয়)
কবিতা কিন্তু আমাকে বেমালুম ভুলে গিয়ে মলাটের ভেতর মুখ গুঁজে দিয়েছে।

ক্লান্তির প্রহর যখন দীর্ঘ হতে থাকে,
তখনই ঘুমপাড়ানি গানের সুরে গেয়ে উঠে আমার চাদর,
কবিতার শব্দগুলো ঘুম নিয়ে ঢুকে পড়ে…

চাদরের যাদুতে নির্বাক হয়ে গেছি কতবার!
একদিন যেন ঘুমঘোরে কানেকানে বলে গেলো তোমার নাম!

তখনই যাদুকর সেজে শীতটাকে পুরে নিতে শুরু করেছি চাদরের ভেতর
কোন একদিন চাদর সড়িয়ে হুট করে কুয়াশা আর শৈত্য-প্রবাহ নিয়ে
হাজির হবো, হয়তোবা তখন নিজেই মিলিয়ে যাবো আমি চাদরে…

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


4 Responses to যাদুর চাদর (প্রথাগত কবিতা)

You must be logged in to post a comment Login