সকাল রয়

ঢেলান দি আকাশের গাৎ

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

হেয়ারহর ঢেলান দি আকাশের গাৎ
আঁই ছোক রাইখছি ম্যাঘের সমুদ্রে;
দেই আজার আজার তারার মতন, জীবনের আজার আশা,
আঁর ছোকের উডানে ভীড় করি গাইছে গান।

এইগ্গা অসুখী রাইত সুক হরী আইছিল আঁর ঘরে
হাত ভরতি ইচ্ছার হুল দি কৈছিলো,
ইয়ানে অনেক কিছুই আছে কোনটা নিবি নে

আঁই প্রেমান্ধ হোলার মতন, অবুজ নিশাগ্রস্থের মতন
হেগুনরে কৈছিলাম ভালোবাসা ছাই।
আঁর আর কিছু লাইগদো ন।
হেগুনে আকাশ হাডাইন্না আঁসি দি আর
ঝঙ্কার মিশাইন্না স্বরে কৈছিলো,
হুদা ভালোবাসা দি জীবন সমুদ্র হাড়ি দিবি?
সুখি অইতি হাইরবি ত?
দীর্ঘশ্বাস ধরি রাইখতি হাইরবি ত?
দেখুম তোর ছোকে যন নদী না আইয়্যে।

আঁই কইছিলাম, হুড়ি হুড়ি-ই তো সোনা খাডি, কইলাত্তুন হীরা অয়,
কাইন্তে কাইন্তে-ই ত আসি আইয়্যে,
দীর্ঘশ্বাস কি আর অ্যাত কষ্টের!
নদী আইয়োক ছোকে
তবু আঁর ভালোবাসা ছাই।

হরী উড়ি গেলে হরে উডি খাড়াইলাম,
এয়ারহর ঢেলান দি আকাশের গাৎ
ছোক রাইখলাম ম্যাঘের সমুদ্রে।

::: নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কবিতা লেখার চেষ্টা করেছি মাত্র।
:::আঞ্চলিক ভাষা ব্যবহারে কবি প্রণব আচার্যের কাছে ভীষণ ভাবে কৃতজ্ঞ:::

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login