সকাল রয়

পুড়ে যাচ্ছে মানচিত্র

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

দাউ দাউ করে পুড়ে যাচ্ছে মানচিত্র
লাল রক্তের ছোপ ছাপ দাগে ছেঁয়ে যাচ্ছে হাসপাতালের বেড
চাঁপা কান্নার আগুনে পুড়ে যাচ্ছে স্বপ্ন, একমাত্র অবলম্বন,
দানবিক আগুনে পুড়ে যাচ্ছে মানবতা ও মনুষ্যত্ব
শুধু আগুন লাগছে না পিশাচতন্ত্রের গায়

গণতন্ত্র ধর্ষিতা হয়ে ঘুড়ে বেড়াচ্ছে এখানে-ওখানে
মৃত্যুর সংখ্যা যখন পঞ্চাশে পৌছে গেছে তখনও নির্লিপ্ত ওরা-
তেল টাকমাথায় ভাষণে বলছে, মানুষ পোড়া আজকাল বিচ্ছিন্ন ঘটনা মাত্র
অপরাধবোধের খাতায় রোজকার দিনের মতো গুনে যাচ্ছি মৃতদের সংখ্যা
কোন ভাবান্তর নেই, পিশাচ হয়ে উঠেছে ক্ষমতার রাজপথ

মানুষ পোড়া গন্ধ টিভিস্ক্রিন থেকে লাফিয়ে নামছে…
কফি কাপে চুপচাপ গিলে নিচ্ছে কেউ কেউ,
কেউবা আবার “চলছেই-চলবে” বলে স্লোগানে নিজেকে দানব করে তুলেছে
অবলীলায় পঙ্গুত্ব কিংবা ভৌতিক মুখদর্পন উপহার পেয়ে যাচ্ছে-
নিম্নশ্রেণীর পেটেভাতে থাকা আমার ভাই-বোনেরা।
কোন আপোষ নেই-
খিদে ক্ষমতার লোভে রক্তের ড্রেনে পড়ে কুকুর সাতার কাটছে
উঠে আসবার নাম নেই,

দাউ দাউ করে জ্বলে যাচ্ছে মানচিত্র
গণতন্ত্র ধর্ষিতা হয়ে ঘুড়ে বেড়াচ্ছে এখানে-ওখানে।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


3 Responses to পুড়ে যাচ্ছে মানচিত্র

You must be logged in to post a comment Login