শৈলী বাহক

শৈলী ই-জার্নাল – ১

শৈলী ই-জার্নাল – ১
Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

সুপ্রিয় শৈলারবৃন্দ,

শৈলী “ই-জার্নাল টিম” সাহিত্য বিষয়ক কিছু উল্লেখযোগ্য রচনা সংরক্ষিত করার অভিপ্রায়ে কিছু প্রজেক্ট হাতে নিয়েছে। বাংলা সাহিত্যের খ্যাতিমান দিকপালদের প্রকাশিত-অপ্রকাশিত সৃষ্টি ই-জার্নালের বিভিন্ন খন্ডে অর্ন্তভুক্ত করা হবে। এই লক্ষ্যকে সামনে রেখে এবং কবিগুরুর আসন্ন ১৫০তম জন্মবার্ষিকীকে সামনে রেখে আজ “র বী ন্দ্র না থে র অ গ্র ন্থি ত ক বি তা গু চ্ছ  এ বং  দূ র্ল ভ   কি ছু চি ত্র ক র্ম” নামে প্রথম ই-জার্নাল খন্ড প্রকাশ করেছে শৈলী ই-জার্নাল টিম। কবিগুরুর দূর্লভ কিছু চিত্রকর্মের পাশাপাশি এই শৈলী ই-জার্নালটির সাথে যুক্ত করা হয়েছে কবির কয়েকটি অগ্রন্থিত কবিতামালা। শৈলী ই-জার্নাল প্রজেক্টের মাধ্যমে আরও কয়েকজন বিখ্যাত কাব-সাহিত্যিকদের প্রকাশিত-অপ্রকাশিত সৃষ্টি তুলে ধরার প্রয়াস নেওয়া হবে পর্যায়ক্রমে। আপনাদের এতটুকু কাজে লাগলেই আমাদের উদ্যোগ স্বার্থক হবে।

ই-জার্নালটি দেখতে নিচের ছবিতে ক্লিক করুন।

শৈল-ব্লগিং আনন্দময় হোক।

আড্ডা হোক শুদ্ধতায়, শিল্প ও সাহিত্যে।।
–শৈলী বাহক

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


11 Responses to শৈলী ই-জার্নাল – ১

You must be logged in to post a comment Login