নুরুন্নাহার শিরীন

ও আমার প্রিয় বাংলাজানালাঃ নুরুন্নাহারষিরীন

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

রোজ ভোরে আমার বাতাসে আসে বাংলার তুমুল সবুজ বার্তা —

সে আমার স্বপ্নাদ্যের পানে একান্ত উড়ালে ভেসে লেখে ভালোবাসা —

সে আমার অমলিন ছেলেবেলার বকুলগন্ধী ইচ্ছেদের মুক্তকণ্ঠ আশা।

আজও সে আমায় পড়ন্ত বেলায় পাঠায় গহন রৌদ্রমেঘের অনন্ত জয়বার্তা।

সেসব লিখতে-লিখতে উদাস হৃদিমূলে

খসে পড়া ছায়াদের ব্যথা —

ছুঁয়ে মনে হয় আহা  কে যেন জলের ভাষায়  জ্বেলেছে  বাংলার রূপকথা !

আমি কি আনবো তারে বিশ্বজনীন দিগন্ত খুঁড়ে আমারই জানালায় তুলে !

যাতে হৃদয়ের শত মুগ্ধকাল তারে প্রিয় বলে জানে।

যাতে বিশ্ব বুঝে যায় বাংলা বাতাসের মানে।

——————————————————————————————————

nurunnaharshireen@yahoo.com

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


6 Responses to ও আমার প্রিয় বাংলাজানালাঃ নুরুন্নাহারষিরীন

You must be logged in to post a comment Login