নীল নক্সা

তোমার ভিতর গড়বো আমার ভালবাসার ঘর,
হাইরাইজ সব ভবন হবে একটু পর পর।
ভবন গুলো যাবে সেথায়, তোমার আকাশ ছুঁয়ে
ফাউন্ডেশন শক্ত হবে, পড়বে নাতো নুয়ে।
দ্বার গুলো সব থাকবে শুধু দখিন দিকে খোলা
প্রেমের বাতাস নিত্য যেথায় দিয়েই যাবে দোলা।
বারান্দাটা থাকবে টানা অনেক খোলামেলা
সেই খানেতে গল্প করে কাটবে তোমার বেলা।
প্রেমের বাড়ির ড্রইং রুমে থাকবে নীলাভ আলো
সেই আলোতেই বসে মোরা বাসবো দুজন ভাল।
মাথার উপর ঝুলবে সেথায় রঙ্গীন ঝাড়ের বাতি
জলসা ঘরের সুরগুলো সব হবে তোমার সাথী।
বেড রুমটা পড়বে তোমার একটু এগিয়ে গেলে
ভালবাসার পরশ যেন সেই খানেতেই মেলে।
ড্রেসিং রুমটা হবে তোমার ঠিক পাশেরই ঘরে
শার্শি গুলোয় সকাল দুপুর প্রেমের ছায়া পড়ে।
মানিপ্ল্যান্ট লতা হবে কাঠের সিঁড়ির পাশে
লনগুলো সব থাকবে ঢাকা ভালবাসার ঘাসে।
একটা লেক ছুঁয়ে যাবে সবুজ লনের ঘাস
সেই লেকে থাকবে ভেসে ছোট্ট দুটি হাঁস।
যদি তোমার ভাল লাগে পারমিট দাও আজ
এর পরেই শুরু হবে প্রেমের বাড়ির কাজ।






সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














14 Responses to নীল নক্সা
You must be logged in to post a comment Login