শামান সাত্ত্বিক

প্রকোষ্ঠ গভীর আন্ধার

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

[ নিমতলীর দুর্ঘটনায় নিহতদের স্মরণে]

লেলিহান শিখায় প্রোজ্জ্বল নিটোল ফুসফুস
লোহিত কণায় মেশে আলকাতরা তরল

মধুমাস মধু কই
বিকারহীন রৌদ্রঝিম আকাশ।
দিলে না ঋণ
ছায়াশীতল স্নিগ্ধ কাঁঠালকোণ ঘুরঘুর ঘুঘু দোয়েল কইতর।
কাঠের কয়লা খন্ড অখন্ড
সোনালী স্ফটিক আগুণকুণ্ড
জ্বলে জ্বলজ্বলে জ্বালা
গরম চিমনি নির্গম ধোঁয়া
লিচু রঙ চোখ টসটসে আম রসে ভরপুর গাল
জাম রঙ রঙিন ঠোঁট কোষ কাঁঠাল।

ভূতুড়নৃত্যে কালের কন্ঠ চেপে হাসে বিজয়বেশ পিচাশ
ঝুলন্ত কুকুর জিভ কম্পমান কালচে লোহিতে উষ্ণ উদগিরণ
ধমকে ধমকে ধমক তোলে বাদুড় ছোটে গাঢ় আঁধার
এখনও হয়নি জন্ম আমার

টপ টপ বৃষ্টি ঝরে ঝির ঝির
গজে উঠে ছাতা এখান ওধার
পরাজয় জানে না আর –
সারি সারি কাতার কাতার
দাঁড়ায় নীরবে দুয়ার –
প্রকোষ্ঠ গভীর আন্ধার।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


12 Responses to প্রকোষ্ঠ গভীর আন্ধার

You must be logged in to post a comment Login