মামুন ম. আজিজ

নব স্বপ্ন- নব আশা ঐ…

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

নব স্বপ্ন নব আশা ঐ…

এ বিশাল ধরণীতল, এ মিশ্র ক্লান্তি
নব সৃষ্টি নেবে স্থল, এ নব প্রশান্তি।

সুখ পাথর ক্ষয়ে ক্ষয়ে আজও ঠিকই ঐ মসৃন বেশ
ধুলো, কাদা, লতা-পাতা নড়ে চড়ে চারপাশ ঘিরে অশেষ,
মসৃন পাথর তলে পিছলে যেন যায় বারবার ঐ তো দু’পা।
সারি সারি মেঘ রথ – এক একটি বছর যেন জীবনের;
চড়ে বসি রথে, চরণ যুগল  তাই মেঘের গালিচা ’পরে ।
শূণ্যতার চারপাশ ঘিরে কাদাজল, ক্ষেতের আইল-বড্ড সরু,
শূণ্যতার প্রাণে সবুজ ফসল জন্মেছে, অভিযোজিত তাই কি সে?

ফসলে সোনালী ঢেউ, জীবনে বছর ক্ষয়
আসছে  নতুন কেউ,  অপেক্ষা শান্তিময়।

জীবন ঐ তো এক সরল দোলক, সে তো দুলবেই চিরন্তন;
তার বসবাস শুণ্য বাতাসে, কে থামাবে তাই তার সে দোলন?
সময় যায়, বয়স টানে ঐ সম্মুখে অচেনায়- জানিনা সে কতদূর।
দোলকের সাথে দুলে ওঠে পায়েরও গতি, অসম এক তাল তার।
পাথরের মসৃণে পা পিছলায় পিছলায় – তবু যেন পিছলায় না।

ঘুমের সাথে অবধারিত সঙ্গম শেষ হবার আগেই রোদ এসে
খেয়ে ফেলে সকালে কচি ডাটার স্বচ্ছ শিশির-রোজ প্রায়,
জীবন আর তাই প্রখর রোদেও স্বচ্ছ থাকে না, ঘাম বেয়ে নেমে
চোখে যেন ঝাপসা পর্দা টানে, তাই সব আর দেখেও দেখি না।

ভালবাসা মিথ্যে নয়, সে মেঘে ঢাকা চাঁদ
সুখ দুঃখ আলাদা নয়, অদ্ভুদ মিশ্র স্বাদ।

এপারে সুখের নদী, ওপারে ঠিক দুঃখ – মাঝে এ জীবন তরী;
মেঘের স্রোতে মেঘের রথ, কখনও বৃষ্টিগুলো যেন ঝুলন্ত দড়ি।
ভারসাম্য হারালে পরে দড়ি টেনে ধরে, পা আর পিছলায় না।

সুখ তীরে নেমেছিলাম, তাই তো মেঘের রাজ্যে নতুন আত্মার সুর
জন্মদিনে অতীতের দুঃখ কীটদের কবরে কবরে সারদ বাজাবনা
ওরা কবরে শুয়ে থাকতে চায়, থাকুক। মেঘ আমার স্বপ্নপুরী…
সুখ দুঃখ হতে একটু দূরে  মেঘের রথে চড়ি আর মনপটে আঁিক
এ নিজ জগতের শূণ্য আইলে বসে সুখ দুখের রূপ। পালাবনা
বলেইতো কখনও কখনও নেমে যাই রথ হতে সুখ দুঃখেরও নদে।

জন্মদিনে নতুন আশার জন্য, নতুন মেঘের সময় রথে
এক পিতা হতে এসে ধন্য, আমিও যে পিতারই পথে…

১৫/৫/২০১১

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


13 Responses to নব স্বপ্ন- নব আশা ঐ…

You must be logged in to post a comment Login