ডাকাত
সাধনা যাতনা চলায় অষ্টপ্রহর
অব্যর্থ কবচ – ভাগ্যে দৃষ্টি প্রসন্ন গ্রহর
আর কিছুদিন বিমূঢ় মেদুর কাল
দেখো তারপর একদিন
এক ফুঁৎকারেই জাগিয়ে দেবো দেহের সকল উত্তাপ
অনিন্দ্য সুন্দর ধুকধুকে কাপা ফুল
গুঁড়িয়ে দেবো- তোমার তপস্যার ঠুনকো গা!
বাতাস ডাকাত পুত্র
দিকে দিকে তার কিংবদন্তীতুল্য আখ্যান-
খিড়কিতে উপচায় দক্ষিণের আঁচড়
তোমার আঁচলে তার উত্তুরে হাত
আহারে টলোমলো দিন টলোমলো রাত
আমি ডাকাত শিষ্য
মন্ত্র শিখছি একদিন বাতাস হব!






সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














20 Responses to ডাকাত
You must be logged in to post a comment Login