চারুমান্নান

আঁধার জয়ের রাত

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

আঁধার জয়ের রাত
আঁধার জয়ের রাত

~~~১
সাঁঝের গুন্জনে
রাত নেমে আসে,
গ্রহন লাগা চাঁদের স্বপ্নভঙ্গ হয়
গভীর হয় রাত
আমার সাথে জেগে থাকে।

~~~২
রাত ছুঁয়ে দেয় স্বপ্ন শরীর
জোনাক বাতি জ্বলে,
আঁধার হাওয়া গুনগুনিয়ে
মেঘের পথ ধরে,
রাতের বাহানা
মেঘের পথে শিশির মেখে দেয়।

~~~৩
ঢলে পরা জ্যোস্না বেলায়
কামুকী রাত্রী সাজে,
অধরে মেখে আঁধার
স্বপ্ন শরীর বুনে।
কোথায় যে বুনো হংসী?
রাত্রী খুঁজে,
প্রহর গুনে গুনে!
ক্ষুধার নেশায় হুতুম পেঁচা
আঁধার খেয়ে ‍বাঁচে।

১৪১৮@২৩ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


2 Responses to আঁধার জয়ের রাত

You must be logged in to post a comment Login