নাপাক ঈশ্বর

বিবর্ণ- বিপন্ন বোধ

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

নির্বাসিত জ্ঞাণের শূন্যতায় হাহাকার ওঠে। রঙহীন স্বপ্নের বুদবুদ উড়ে যায়-দূরে যায়-বিলীন হয়। বোধের জমিনে খড়া- শুকনো ধানের তুষ, শুকনো ঘাসের শরীর। একটি পাতি ইঁদুর উঁকি দেয়, একটি চিল- মাছের চোখ ফেলে উড়ে যায়, একটি বাইসন ক্ষুধা তৃষ্ণায় মরে যায়-পচে যায়-গলে যায়। একটি ধানের চারা পাতা মেলার আগেই ইঁদুর তাকে ছিঁড়ে খায়-গিলে খায়।
শূন্যতার হাহাকার ওঠে-অলীক স্বপ্নের তৃষ্ণা বাড়ে। বোধের জমিনে কেবল খড়ার ফাঁটল। কোথাও কোনো রঙ নেই-রূপ নেই-গন্ধ নেই। অস্তিত্বে আছে শুধু বুড়িয়ে যাওয়া বিবর্ণ- বিপন্ন বোধ।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


6 Responses to বিবর্ণ- বিপন্ন বোধ

You must be logged in to post a comment Login