তৌহিদ উল্লাহ শাকিল

প্রবাসের জীবন চিত্র

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

প্রবাসের জীবন চিত্র

তৌহিদ উল্লাহ শাকিল

একাকী প্রতিদিন নির্ঘুম রাত কাটাই

 দেশ-মাতা তোমায় হৃদয়ে রেখে,সেকেন্ড,মিনিট

ঘন্টা,দিন মাস বছর।একের পর এক।

বিশাল অট্রালিকায় করি বসবাস,পাচতারা হোটেলে

খাবার খাই,ফাস্টফুড,রসালো-বিদেশী চটকদার রান্না

। কই মাছের ঝোল আর হেলেঞ্চা শাকের স্বাদ

 জিভে জল আনে ,তাই বিস্বাদ লাগে এখানে সব।

 ব্যাস্ততা আর কোলাহল নিংড়ে ফেলে জীবনের সব ।

 আম্রকাননের শীতল পবনের লোভ জাগে।

 নাগরিক কোলাহলে পথ হারাই রাতের পর রাত।

হুট করে ঘুম ভেঙ্গে যায় , মনে পড়ে

 মা তোমার স্নেহ মাখা সেই মমতার মুখ।

ভুলে থাকতে তোমায় আবার বীয়ারের পেগে

 নিজেকে লুকাতে চাই একের পর এক ।রাত শেষে

 ভোরের আহবান , নেই পাখির কিচির মিচির

নেই শিশির ভেজা ঘাসের চাদর । ব্যাস্ত আমি

 ছুটে চলি । প্রবাস জীবনের ব্যাস্ত কোলাহল আর

চক বাঁধা জীবনের গণ্ডিতে । দিনের পর দিন

মাসের পর মাস, বছরের পর বছর

তবু মেলেনা মুক্তি আমার এই বেড়াজাল থেকে।

 আমি প্রতীক্ষায় থাকি , দেশের মাটি আর

 মা তোমার আঁচলে মুখ লুকানোর জন্য।

 (১৮.০৯.২০১১ দুপুর ০১.২৫ রিয়াদ, সৌদি আরব।)

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


2 Responses to প্রবাসের জীবন চিত্র

You must be logged in to post a comment Login