মামুন ম. আজিজ

অশরীরি ধারনার ভীত কিংবা চারপাশের অরাজকতা

রাত গভীরে সুনশান নির্জনতায় অশরীরি ধারনায় গা ছমছম করে, কে গেঁথে ছিল সূচনায় প্রাণে সে মিথ্যে ধারনা? শিশু স্মৃতি বিট্রে করে , অশরীরি ধারনার ভীত মজবুত কেনো তা জানা হয় না অথচ আমি সে ভীত রেখেছি জলের তলে, দু একটা হাঙর কিলবিল করে, সুনশান নিরবতায় কোন নারী পুরুষ নীশি কর্ম শেষে আরমোড় ভাঙে, ঐ বুঝি […]