বিরহী রক্ত কণিকাগুলো
মামুন ম. আজিজ বিরহী রক্ত কনাগুলো নিস্তেজ নয় তবে নিশ্চল, পঙ্গু রক্ত কণিকা বলা যেতে পারে। হৃদয়ের তাতে ভ্রুকুটি নেই, সে সহমে মত্ত। অথচ হৃদয় কিন্তু পাষান নয়, হৃদয় নয় অবিমৃষ্যও। হতে পারে তার ভাবনায ভ্রান্তি ভর করেছে, নিজেকে ভাবছে বুঝি একাই দেহের প্রধান নিয়ন্ত্রক। তাহলে শাস্তি দাও- মৃত্যুদন্ড দাও… বিরহী রক্ত কণিকারা মরে যেতে […]