Ahsan

তোমায় ভেবে

তোমায় দেব বলে – একটি ফুল আমি তুলে রেখেছি জীবনের কত পথ পেরিয়ে আজ আমি, ক্লান্ত, তবু ফুলটি আজও আছে তেমনই। প্রথম তাকে যেমন দেখেছি। তোমায় দেব বলে – একটি ফুল আমি তুলে রেখেছি।। নদী যত বয়ে চলে, সাগড় জল-ছলে মত্স তব বয়ে উজানে, নদীতে যার রাজ, জলের সেই মাছ উজানেতে কি খুঁজে কি জানি? […]