লুটে না নেশা আমুদে আকাশ
লুটে না নেশা আমুদে আকাশ কবিতা লেখা হয় না আমার আলো জ্বলা দিনে,এখানে জীবন থাকে স্বপ্ন থাকে না; থাকে শুধু জীবন ব্যবচ্ছেদ দাগ বারবনিতার পথ চেয়ে থাকা,অপেক্ষা’ সাঁঝ মাখা রাতের দিনে ক্ষুধা মিটে না; দিনে পসরা সাজে না তারাদের,লুটে না নেশা আমুদে আকাশ বারবনিতার স্বপ্ন রাতভর সুরার নেশায় মাতম করে রাত, লাশ ঝুলে থাকে সিলিং […]