শৈলবাণী
সবাইকে শৈলী-র সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হওয়ার জন্য অভিনন্দন।
বাংলাদেশের অন্যতম এবং একটি ভিন্নধারার ব্লগ পোর্টাল সৃষ্টির লক্ষ্য নিয়ে “শৈলী” প্রতিষ্টা করা হয়েছে। “শৈলী” তে সবসময় সু:স্থ, সুন্দর লেখক-পাঠক পরিবেশ বজায় রেখে বাংলাদেশের অন্যতম মননশীল লেখনীর হাব তৈরির ব্যাপারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আপনাকে এখনি এই ব্লগের সম্মানিত সদস্য হওযার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। শৈলী আপনার মননশীল স্বকিয়তা এবং সৃষ্টিশীলতার পুর্ন সম্মান রাখতে সবসময় বদ্ধপরিকর থাকবে।
হয়তো আমরা একটি সময় মৃত্যু বরণ করবো, কিন্তু ব্লগে আমাদের লেখা গুলো থাকবে। যুগের পর যুগ ধরে প্রজন্মরা আমাদের লেখা হয়তো পড়বে। ভাবতে অবাক লাগে, এর মাধ্যমেই আমরা অমর হয়ে থাকতে পারবো আমাদের লেখনির দ্বারা।
চলুন, আমরা বন্ধুতার জয়গান গাই। বন্ধুর মতো পাশে দাঁড়াই একে অপরের, গোটা মানবজাতির।
সুস্থ ধারার ব্লগিং করি, সুস্থ থাকি, ভাল থাকি। শুভ শৈল ব্লগিং।
ধন্যবাদান্তে,
— শৈলী টিম।
আড্ডা হোক শুদ্ধতায়, শিল্প আর সাহিত্যে।