শৈলীতে আপডেট

শুরু থেকেই শৈলারদের সক্রিয় অংশগ্রহণ আমাদের যেমন ডেভেলপমেন্টের ব্যাপারে সহযোগিতা করেছে, তেমনি ইমেইল/মন্তব্যের মাধ্যেমে নানা আলোচনা-সমালোচনা আমাদের মধ্যে এনেছে নতুন উদ্যম, দিয়েছে অফুরন্ত প্রেরণা।

শৈলী সবসময়ই এর সদস্য শৈলারদের নানা চাহিদার কথা মাথায় রেখে কাজ করে এবং সাধ্যমত সে ধরণের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা আমাদের অন্যতম প্রতিশ্রুতির একটি। ধারাবাহিকক্রমে, শৈলী আবারও কিছু সম্পূর্ণ নতুন এবং ব্যবহারবান্ধব অনন্য ফীচার যোগ করতে যাচ্ছে এবং এই পোস্টের সংযোজন মূলতঃ সেই প্রসঙ্গেই। এই পোস্টে শৈলী ডেভেলাপমেন্ট আপডেট ধারাবাহিকভাবে জানানো হবে। পাশাপাশি সম্মানিত শৈলারদের অভিযোগ, মন্তব্য গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।

যে সব নতুন ফীচার নতুন এলঃ

সাম্প্রতিক আপডেট:
১. চ্যাট বার পরীক্ষামূলকভাবে সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ফেইসবুক, গুগলটক, মাইস্পেস, টুইটার, এআইএম ইউজাররা শৈলী থেকেই চ্যাট করতে পারবেন। শৈলারদের আগ্রহের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে ফিচারটি থাকবে কি না। শৈলী খুব দ্রুত আরও নতুন নতুন ফিচার নিয়ে আসছে শৈলারদের কাছে। ধন্যবাদ।

পূববর্তী আপডেট:

১. শৈলী লেআউট প্রস্থ পরিধি বড় করা হয়েছে।
২. “সাম্প্রতিক মন্তব্য পোস্ট” উইজেট সংযুক্ত করা হয়েছে, যেখানে সবর্শেষ কমেন্টধারী পোস্ট ধারাক্রমে প্রদর্শন করা হবে। এবং কমেন্টর উপর মাউস ওভার করলে কমেন্টের সময়ব্যাপ্তি দেখা যাবে।
৩. লাইক এবং শেয়ারিং -এ উৎসাহিত করার লক্ষ্যে “শেয়ারিং ফিডব্যাক” উইজেট সংযুক্ত করা হয়েছে যেখানে লাইক/শেয়ার কৃত পোস্টগুলো ক্রমানুসারে প্রদর্শিত হবে।
৪. প্রথম পেজের নিচে সর্বশেষ ৭টি ছোটগল্প, উপন্যাস এবং রম্য পোস্টের লিস্ট উইজেট সংযুক্ত করা হয়েছে।
৫. বাম সাইডবারে “শেষ গল্প” নামে একটি উইজেট সংযুক্ত করা হয়েছে, যেকানে পাঠকরা সর্বশেষ অর্ন্তভুক্ত গল্প ফিচার আকারে দেখতে পারবেন।

পর্য়ায়ক্রমে সম্মানিত শৈলারদের আরও কাছাকাছি আসছে শৈলী। সাথে থাকুন।

সম্মানিত শৈলারগণ, “শৈলী” তার সকল সৃষ্টিশীলতায় আপনাদের সরাসরি অংশগ্রহণ চায়। শৈলীর প্রতিটি কোণ হোক আপনাদের মনের মত। এই প্রেক্ষাপট-কে বিবেচনায় রেখে শৈলী এসেছে আপনাদের দ্বারপ্রান্তে। এখানে সকল শৈলারগণকে আহবান জানানো যাচ্ছে যে, শৈলীর কাছে আপনাদের সকল চাওয়া পাওয়া এখানে ব্যক্ত করবেন। শৈলীর কোন ফিচার নিয়ে আপত্তি থাকলে এখানে সরাসরি জানান। শৈলী টিম পরিপূর্ণভাবে চেষ্টা করবে আপনাদের সকল সম্ভবপর ইচ্ছা পূরণের। উল্লেখ্য এখানে শুধুমাত্র শৈলী ডেভেলাপিং বিষয়ে অভিযোগ, অভিপ্রায়, আবেদন জানানো যাবে। শৈলী সাইট বর্হিভুত কোন প্রশ্নের উত্তর এখানে দেওয়া হবে না। বিষয়বহির্ভুত কোন প্রশ্ন থাকলে শৈলীকে ঝাড়ুন অথবা শৈলযোগ -এ আপনার মূল্যবান মতামত জানাতে পারেন।

শৈলী বাংলাদেশের প্রখম শিল্প ও সাহিত্য বিষয়ক ব্লগ পোর্টাল। শৈলী আপনার মননশীল স্বকিয়তা এবং সৃষ্টিশীলতার পুর্ন সম্মান রাখতে সবসময় বদ্ধপরিকর। “শৈলী” তে সবসময় সু:স্থ, সুন্দর লেখক-পাঠক পরিবেশ বজায় রেখে বাংলাদেশের অন্যতম মননশীল লেখনীর হাব তৈরির ব্যাপারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আর এর জন্য প্রয়োজন আপনাদের আন্তরিক সহায়তা আর সক্রিয় অংশগ্রহন।

আসুন সুস্থ ধারার ব্লগিং করি, সুস্থ থাকি, ভাল থাকি। শুভ শৈল ব্লগিং।

আড্ডা হোক শুদ্ধতায়, শিল্প আর সাহিত্যে।

— শৈলী ডেভেলাপমেন্ট বোর্ড
(শৈলী টিমের একটি অঙ্গ)