মরু তৃষা
অচেনা সুদূর নির্জন প্রবাসে
কলমি লতার গন্ধ স্মরণে ভাসে
প্রিয়তমা রয়েছে বাতায়নে বসে
নিশীথে নীরবে ঝরে অশ্রুজল।
চিঠি লিখেছিল-ফিরে এস তুমি
বিদায় দিয়ে নিজেকে করেছি মরুভূমি
ফেলে গেছ আমাকে এ কোন সাগরে
অনুক্ষণ আখি দুটি থাকে ছলছল।
বিষণ্ণ মনে বসে অবসর ক্ষণে
খুঁজে ফিরি তোমাকে আপন মনে
স্মৃতি জড়িত চিত্ত থাকে চঞ্চল
স্বপনে ভাসে তোমার পরশ মাখা অঞ্চল।






সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














8 Responses to মরু তৃষা
You must be logged in to post a comment Login