ঈদ উপলক্ষে একটি ই-বুকে লেখা আহবান

আসুন নিজেদের অনুভুতি মিশিয়ে নিজেরাই তৈরি করি একটা ই বুক
প্রিয় বন্ধুরা,
আন্তরিক শুভেচ্ছা রইল,
আসছে ঈদ,আর এই আসন্ন ঈদকে ঘিরে আমরা আমাদের অনুভুতি এক মলাটে বাধতে আমরা একটি ই-বুকে করতে যাচ্ছি । লিখতে আগ্রহী ব্লগার/ লেখক/লেখিকাদের কে লেখা পাঠানোর জন্য অনুরোধ করা করা হচ্ছে।এখানে কোন নির্দিষ্ট ব্লগের ব্যাপার নেই।এমনকি ব্লগ নিবন্ধনের বাইরের যে কেউ লেখা পাঠাতে পারবেন।
লেখা পাঠাবার বিষয় ও নিয়মাবলী
•ঈদের ছড়া •অনুগল্প •ছোটগল্প •কবিতা •রম্যরচনা •সায়েন্স ফিকশন
•কথা শৈলী •মুক্তগদ্য •আত্নকথন •স্মৃতিকথা •অনুকাব্য
> এই ব্লগ কিংবা এই ব্লগের বাইরে যে কেউ লেখা পাঠাতে পারেন আপনাদের লেখা সাদরে গ্রহণ করা হবে
> লেখা পাঠানোর শেষ সময় ১৮ ই আগষ্ট-২০১১ খ্রিঃ
> আপনার পাঠানো লেখাটি মেইল করতে হবে blogebook11@gmail.com এই ঠিকানায়
> লেখার সাথে অবশ্যই আপনার নাম ও মেইল এড্রেস পাঠাতে হবে।
> অমনোনীত লেখা ফেরত যোগ্য নয় তাই আপনার কাছে লেখার কপি রেখেই পাঠাবেন।
> যারা এই ব্লগের নিজস্ব পোষ্ট ভান্ডার থেকে লেখা দিতে চান তারা এই পোষ্টে লিংক দেবেন।
> বানান যথাসম্ভব শুদ্ধ করে পাঠানোর অনুরোধ করা হলো।
> একের অধিক লেখা পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে,একজন লেখক/লেখিকার একের অধিক লেখা মানসম্মত বিবেচিত হলে সবগুলোই প্রকাশিত হবে।
> ই-বুক প্রকাশিত হবে ২৫ শে আগষ্ট।
এখনই লিখতে বসে যান। মনের মাধুরী মেশানো আপনাদের লেখা নিয়েই প্রকাশ করা হবে এই ই বুক। আপনাদের লেখার অপেক্ষায়……………..
ভালো থাকুন।
সম্পাদকঃ-সকাল রয়।
লেখা সংগ্রহ আর বাছাইকরণের সহযোগীতায় –রাবেয়া রব্বানি।
37 Responses to ঈদ উপলক্ষে একটি ই-বুকে লেখা আহবান
You must be logged in to post a comment Login