Added on ডিসেম্বর 7, 2011
এস ইসলাম
কবি শফিকুল রচিত গান (লিরিক)
আমার অতীত বলে কিছু নেই
আমার অতীত বলে কিছু নেই,
আছে কিছু স্মৃতি বেদনা-ভরা
আমার ফাগুন বলে কিছু নেই,
আছে কাটার জ্বালা বুক-ভরা॥
দুখের পরে সুখ, সুখের পরে দুঃখ জানি
এই নিয়মে চলছে তো ধরণী-
আমার দুখের পরে দুঃখ আসে,
আমার সবই মিথ্যে দিয়ে গড়া ॥
রাতের শেষে দিন আসে, দিন শেষে রাত
আমার রাতের পর আসেনা প্রভাত-
আমার জীবন বলে কিছু নেই,
আছে প্রাণ এক যন্ত্রণা-ভরা॥
by এস ইসলাম
ঢাকার প্রাক্তন মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট ও ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এডিসি কবি শফিকুল ইসলাম বর্তমানে বাংলাদেশ সরকারের উপসচিব। তিনি বিসিএস(প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য 'বাংলাদেশ পরিষদ সাহিত্য পুরষ্কার' ও 'নজরুল স্বর্ণ পদক' প্রাপ্ত হন। প্রকাশিত কাব্যগ্রন্থ:- 'তবু ও বৃষ্টি আসুক',শ্রাবণ দিনের কাব্য',মেঘভাঙা রোদ্দুর' "দহন কালের কাব্য ও 'প্রত্যয়ী যাত্রা' ।
visit: http://www.somewhereinblog.net/blog/sfk505
3 Responses to কবি শফিকুল রচিত গান (লিরিক)
You must be logged in to post a comment Login