Added on ডিসেম্বর 16, 2011
এস ইসলাম
কবি শফিকুল রচিত দেশাত্মবোধক গান (লিরিক)
এই দেশ এই মাটি আমার প্রেমের অহংকার
সেই তো জীবনে প্রথম ভালবাসা আমার॥
উদার আকাশে কি যেন যাদু লুকানো
শ্যামল শোভায় কি যেন মায়া জড়ানো-
এ কোন প্রেমে হারিয়ে গেল এই মন আমার॥
যদি কোন দিন আসে ডাক ওপার থেকে
এ মাটির পরশ নিয়ে যাব অঙ্গে মেখে-
এ মাটির বুকে হয় যেন গো মরণ আমার॥
by এস ইসলাম
ঢাকার প্রাক্তন মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট ও ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এডিসি কবি শফিকুল ইসলাম বর্তমানে বাংলাদেশ সরকারের উপসচিব। তিনি বিসিএস(প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য 'বাংলাদেশ পরিষদ সাহিত্য পুরষ্কার' ও 'নজরুল স্বর্ণ পদক' প্রাপ্ত হন। প্রকাশিত কাব্যগ্রন্থ:- 'তবু ও বৃষ্টি আসুক',শ্রাবণ দিনের কাব্য',মেঘভাঙা রোদ্দুর' "দহন কালের কাব্য ও 'প্রত্যয়ী যাত্রা' ।
visit: http://www.somewhereinblog.net/blog/sfk505
3 Responses to কবি শফিকুল রচিত দেশাত্মবোধক গান (লিরিক)
You must be logged in to post a comment Login