দগ্ধ অনুভূতি
জানালার গরাদ গলে লোনা-শেওলা ধরা
দেয়ালটিকে দেখে যাই প্রতি রাতে ।
এঁদো গলি বেয়ে রহস্যময় দৃষ্টি নিয়ে
ধোঁয়ার বেশে কুয়াশা বয়ে যায় –
গরাদ গলে সে ধোঁয়ার ছন্দ কাটে নিকোটিনময় ধোঁয়া ;
অপলক চেয়ে দেখি ধোঁয়াদ্বয়ের ছন্দহীন লুটোপুটি !
নিকোটিনের গাদ পড়া এ ফুসফুসে জ্বালা ধরায়
নগ্ন আঙুলের ফাঁক গলে আসা নিকোটিন ;
ঠোঁটের কোনে হাসি গুঁজে সে জ্বালা অনুভব করি !
জসিম উদ্দিনের বাগান থেকে শেয়ালেরা সুর করে
খিস্তি আওড়ায় ; বাস্তু পাখিরা হতবাক ,
অনুভব করি ব্যথায় কাতর হৃদপিন্ডে
দামামা-ধ্বনি বেজে চলে অবিরত মুক্তির প্রয়াসে !
©আহমেদ মাহির
০৩/০১/২০১১
15 Responses to দগ্ধ অনুভূতি
You must be logged in to post a comment Login