যাপনের জীবিত যাতনা
এপাড়ে বাসনাদের বাস
শোষিত স্বরলিপি— অনাগত বিড়িপোড়া দিন
তাঁতানো বালির বাড়ি—
লেজ গুটানো দৌড় পালাই পালাই
ওপাড়ে সোনাবন্দের সোনামাখা ত্বকে সোনালি ঝিলিক
অধরকান্ত ভোর;
ছিপজাল মনে মন্ত্র দিয়া জলসখ্যের সাধ
চোখনদীর নাব্যপাড়ে
গাছপাপড়ির উথালি বিথালি মনোহরণ ডাক
প্রাণপুষ্টি দ্যোতনায়
আমি যে সাঁতার জানি নে
ও জাওলা… ও হারান মাঝি…
ওপাড়ের পরশ পাথরিত রং যখন মুমূর্ষু মনের দাওয়াই;
উত্তর সিঁথান ঝেড়ে ফেলা— আদিকালের সংস্কার
আহা, মাতৃগর্ভেই আমি সাবলীল সাঁতারু ছিলাম
50 Responses to যাপনের জীবিত যাতনা
You must be logged in to post a comment Login