ashickur_noor

উবুন্টু ১২.০৪ রিলিজ পার্টি, ঢাকা, বাংলাদেশ

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

আগামী ২৬শে এপ্রিল ২০১২ইং উবুন্টুর পরবর্তী এলটিএস (লং টার্ম সাপোর্ট) সংস্করণ ১২.০৪ প্রিসাইস প্যাঙ্গোলিন রিলিজ হতে যাচ্ছে। এবারের উবুন্টু’র এই ১২.০৪ সংস্করণটি অন্যান্য সংস্করণ থেকে বিশেষভাবে আলাদা। কারন এবার থেকে প্রতিটি এলটিএস সংস্করণের সাথে থাকছে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হালনাগাদকরণ সেবা, যা পূর্বে ৫ বছর মেয়াদী ছিলো। আরো নতুন নতুন সুবিধাজনক বৈশিষ্ট্যাবলী তো থাকছেই।

উবুন্টু’র প্রতিটি সংস্করণ রিলিজ হবার পরপরই বিশ্বের প্রায় প্রতিটি উবুন্টু লোকো (লোকাল কমিউনিটি == স্থানীয় ব্যবহারকারী, ডেভেলপার, অনুবাদকগন) উবুন্টুর এই রিলিজকে কিঞ্চিৎ আনন্দ আয়োজনের মাধ্যমে পালন করে থাকে। যার নাম — “উবুন্টু রিলিজ পার্টি”। এটি একটি গ্লোবাল ইভেন্ট অর্থাৎ এটি সারা বিশ্বে একযোগে পালন করা হয়ে থাকে। তাই এই নতুন সংস্করণ রিলিজ হবার পর আমরাও বিশ্ববাসী সকলের সাথে এই আনন্দ উৎসবে মেতে উঠার আকাঙ্খা করছি।

ইনশাল্লাহ আগামী ৪ঠা মে ২০১২ ইং রোজ শুক্রবার, আমরা বাংলাদেশের উবুন্টু প্রেমীরাও, “উবুন্টু ১২.০৪” এর রিলিজ পার্টি আয়োজন করবো।

আয়োজনের বিস্তারিত

তারিখ: ৪ঠা মে ২০১২ ইং, শুক্রবার।
স্থান: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মেলন কক্ষ/ ফ্রেপড (FREPD) মিলনায়তন, পলাশী, ঢাকা।
সময়: বিকাল ৪:০০ থেকে সন্ধ্যা ৬:৩০।

=====

কী কী থাকছে আয়োজনে

  • GNU/Linux, ওপেন সোর্স এবং উবুন্টু নিয়ে কথা।
  • কেন আমরা ঘরের খেয়ে বনের মোষ তাড়াই;
  • উবুন্টু ১২.০৪ এর নতুন বৈশিষ্ট্যাবলী নিয়ে কিছু আলোচনা এবং উপস্থাপনা;
  • উবুন্টু’র গ্লোবাল কমিউনিটিতে বাংলাদেশ হতে কিভাবে যোগ দেওয়া যায় তা নিয়ে আলোচনা;
  • উবুন্টু ১২.০৪ এর মূল/সংকলিত সংস্করনের ডিভিডি অথবা আইএসও (সিডি/ডিভিডির জন্য অনলাইনে নিবন্ধন করা বাধ্যতামূলক; প্রতিটি সিডি/ডিভিডির মুল্য ৩০/৫৫ টাকা।)
  • পার্টি কেক (আয়োজনে অংশগ্রহনকারীদের সবাই যদি সহযোগীতার হাত বাড়িয়ে দেন)
  • কিছু পানীয় (আয়োজনে অংশগ্রহনকারীদের সবাই যদি সহযোগীতার হাত বাড়িয়ে দেন)

=====

বাংলাদেশে ওপেন সোর্স এবং জিএনইউ/লিনাক্সের প্রসারের লক্ষ্যে দেশের সকল ওপেন সোর্স এবং লিনাক্সপ্রেমীদেরকে এই আয়োজনে সপরিবারে এবং সবান্ধবে অংশগ্রহন করার জন্য অনুরোধ করছি।

লক্ষ্যনীয়: বিশ্বের প্রায় সকল ওপেন সোর্স প্রজেক্ট আমাদের মতোন মানুষদের সার্বিক সহযোগিতার (শ্রম, অর্থ আর মেধা) মাধ্যমেই তৈরী। GNU/Linux এর সকল ডিস্ট্রো তথা “উবুন্টু”ও এর ব্যতিক্রম নয়। তাই এই আয়োজনের সকল খরচ আপনাকে, আমাকে সকলকে সম্মিলিতভাবেই বহন করতে হবে। আয়োজন নিয়ে আপনাদের যে কোন পরামর্শ এই পোষ্টের উত্তরে আমাদের জানান।

আশিকুর রহমান নূর (আশিকুর_নূর)
প্রধান সমন্বয়ক,
উবুন্টু ১২.০৪ রিলিজ পার্টি উদযাপন পরিষদ
স্বেচ্ছাসেবক, এফওএসএস বাংলাদেশ
সদস্য, উবুন্টু বাংলাদেশ লোকো
এবং
মোজিলা প্রতিনিধি (aka ReMo)

আরো যোগাযোগ:
শরীফ আহম্মেদ
স্বেচ্ছাসেবক ,
উবুন্টু ১২.০৪ রিলিজ পার্টি উদযাপন পরিষদ
স্বেচ্ছাসেবক, এফওএসএস বাংলাদেশ
মুঠোফোন: +৮৮০১৯২২৮০২৭২৪

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login