এস ইসলাম

কবি, সুলতা এবং…

কবি, সুলতা এবং…
Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

বিশ্ব সুলতা দিবস’ ক্রমশ এগিয়ে আসছে। বিশ্ব সুলতা দিবসের আহ্বান ‘আসুন আমরা সুলতাকে আরো বেশী করে জানার ও বুঝার চেষ্টা করি’ তবে দেখবেন মনের অজান্তে আপনি নিজে ও কখন সুলতাকে ভালবেসে ফেলেছেন। সুলতা এক মোহময়ী সৌন্দর্যময়ীর প্রতীক যার আবেদন এড়িয়ে যাবার সাধ্য করো নেই।–রুদ্র মোহাম্মদ ইদ্রিস।।

যখন সপ্তর্ষিমন্ডলের দিকে তাকাই
মনে হয় সেখানেও তুমি –
সগর্বে হাটছ সুলতার হাত ধরে
দ্রাঘিমার আরো উপরে-

যে হাত ছুঁয়েছে সুলতার মুখ – গ্রীবা
সে হাত স্পর্শ করেছে হিমাদ্রী।

দিনে দিনে তোমার র্কীতিস্তম্ভ
জমে উঠেছে অন্তহীন বিস্ময় নিয়ে
জ্যোতিষ্কের কক্ষপথে – তুমি অমর পথের যাত্রী।

এক সবুজ আঁচল রমণী হাটে
কবিতার পাতায় পাতায়
টর্চ হাতে – কষ্টের রাতে…

হে কবি তুমি আর সুলতা যখন
বসো পাশাপাশি মুখোমুখি
অবাক তাকিয়ে রয়
একপাশে হিমাদ্রী – অন্যপাশে সপ্তর্ষি ।।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login