চারুমান্নান

বিজয়’ ৭১,—দেশ স্বাধীন হইছে বাবা !

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

বিজয়’ ৭১,—দেশ স্বাধীন হইছে বাবা !

অকালে মৃত্যু মহাকালের সেই চিহূ ধরে,
আমার মহাপুরুষ বংশীয় নায়ের মহারথী ;
বীজ বপনে, কখন এসেছিল ?
আমার জন্মের এই জনপদে সবুজ কৃষানীর মায়া জ্বালে
বেড়ে উঠা মানব মহীরুহু !
গুহা ভুষন ছেড়ে, সব্যসাচী সভ্য স্বাধীন,
বংশীয় ঘানি টেনে টেনে,
প্রাকৃত যুদ্ধে লড়ে সোনা ফসলের মহাউৎসবে
গোলাভরা ধান, পুকুর ভরা মাছ, ধন ধান্যে সুখে !
বগরীরা যায়রে লুটে ;
নীল চাষের কোষাঘাতে আমার বীর্য পুরুষেরা বজ্রমুষ্টির
প্রতিবাদে নিঃশেষ করেছে জীবন ।

শোষনের যাতা কলে কালের বহমান যাত্রায়,
বার বার সমুখ যুদ্ধে পরাজয় মেনেও”রক্ত ঢেলে স্বাধীনতার নেশায়”
সংগ্রামে মেতেছে এই জন পদের আমার গর্বের কালের পুরোধা’রা ।

আর আমি শুনেছিলাম, হানাদার বাহিনীর বুলেটের বিদীর্ণ ধ্বংসের আওয়াজ
চারিদিকে লেলিহান আগুনের শিখা আর মানুষের বাঁচার আত্মচিৎকার
মায়ের বুকে মাথা গুজে গুমোট এই সময়ের প্রহর গুনেছি ।
হটাত একদিন পশ্চিম পাড়ায় জয়ের উল্লাস ভেসে আসে,
জয় বাংলা ধ্বনীতে আমার গায়ের বাতাস, মেঘ উঠলো উড়ে

মায়ের মুখে এক চিলতে হাসি টেনে—দেশ স্বাধীন হইছে বাবা !

__________________________________
২২ অগ্রাহয়ন ১৪১৭ হেমন্তকাল

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login