ফাতেমা প্রমি

ভাইরাস আমার মাউস খেয়ে ফেলেছে

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

মাস দুয়েক আগে বেড়াতে গিয়েছিলাম নানুর বাসায়। আমি অনেক কম যাই। কারন একটাই-জ্যাম। ঢাকা থেকে  নিউইয়র্ক যেতেও এত কষ্ট না-নানুবাড়ি যেতে যত কষ্ট। ভালো কোন ট্রান্সপোর্ট পর্যন্ত পাওয়া কঠিন। তারপরও যেতেই হল। :-)

রাস্তার জ্যাম,জঞ্জাল পেরিয়ে ঘরে ঢুকতে না ঢুকতেই আমার কাজিন, মামার আইনস্টাইন পুত্র সেহান দৌড়ে এলো,

“আপু তুমি আমাদের বাসায় আসো না, আর সিমিনকে অনেক গেমস দিছ,আমাকে দাও নাই ক্যানো??”

আমি লম্বা একটা দম নিলাম-অভিযোগ ভয়াবহ। সত্যিই আমি খালামুনির বাসায় বেশী যাই- বাসা ঢাকাতে তাই ওখানে বেশী যাওয়া হয়। এবং ও বাসায় আরেক কাজিন সিমিন কে আসলেই অনেক গেমস,নাটক,কার্টুন দেয়া হয়। দোষ যেহেতু করেই ফেলেছি তাই বাচ্চা আইনস্টাইন কে কথা দিলাম এর পরে আসলে তার জন্যও নিয়ে আসব। পিচ্চি ভাইকে কথা দিয়ে কথা রাখব না আমি?তাই পরের বারে সত্যি নিয়ে গেলাম কিছু গেমস।গেমস পেয়ে ভাইটি আমার মহাখুশি-pizza party, motor  racing, house of dead-II……

Install করে কিছুক্ষণ খেলা শিখিয়ে দিতে হল।

হঠাৎ একদিন নানুর ফোন আসল,ফোন ধরে আমি অবাক,ছোট্ট একটা কণ্ঠ হ্যালো হ্যালো বলছে। কিছুক্ষণ লাগল বুঝতে যে ওটা সেহানের কণ্ঠ।

-“কি ব্যাপার ভাইয়া? ভালো আছ?’’ :)]

-“হ্যাঁ,ভালো।আপু পিজ্জা বানাতে কি কি লাগে?” :)]

আমি তো অবাক,রান্নার স্কুল কবে খুললাম??একটু ভাবতেই বুঝে গেলাম—farm frenzy pizza party’তে কিভাবে পিজ্জা বানায় এটাই আমার ভাইয়ের জিজ্ঞাসা।

বললাম-“ফ্যাক্টরি’র উপর ক্লিক করলেই দেখাবে কি কি লাগে। ”এরকম কথা চলতেই লাগল। ফোন আসলে আর অবাক লাগতো না;গেম নিয়ে আলোচনা ছাড়া উপায়ও ছিল না-নিজের পায়ে কুড়ালটা যে নিজেই মেরেছি।

মামীও অতিষ্ঠ,দু-এক মাস পর পর তাকে সব গেমস ডিলিট করতে হোয়,সেহানকে শায়েস্তা করার জন্য। ওর নিজের গেমসের সাথে আমার গুলো যুক্ত হয়ে পরিস্থিতি আরও একটু ভয়াবহই হয়ে গিয়েছে।  তো এমনি একদিন ফোন পেলাম সেহানের,

“আপু তুমি কেমন ইঞ্জিনিয়ার বলতো??”

গেম ছাড়া অন্য কথা শুনে আনন্দই পেলাম,বললাম–     “কেন ভাইয়া? কি হয়েছে?”

–     “আমাদের পিসি তো তোমার গেমস দিয়ে নষ্ট হয়ে গেছে।”

–     “তাই? কি কি সমস্যা পিসিতে বলতো?”

–     “আপু ভাইরাস। গেমস খেলা যায় না,গেমস ডিলিট হয়ে গেছে। মাউস আর কী-বোর্ডেও ভাইরাস। মাউস মনে হয় নষ্ট হয়ে গেছে।” :))

আমি হাসি চেপে বললাম,-“আসলেই ভাঈয়ূ,এটাতো বিশাল সমস্যা,আমি এরপর আসলে ঠিক করে দেব।”

আমার নাছোড়বান্দা ভাইটি বললঃ–“তখন মনে করে আরও গেমস নিয়ে আশবা।”

আর আমি ভাবছি ন্যাড়া একবারই বেলতলায় যায়।। [-X [-X [-X

—————-*******—————

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


25 Responses to ভাইরাস আমার মাউস খেয়ে ফেলেছে

You must be logged in to post a comment Login