সকাল রয়

মুক্ত সংলাপ: লজ্জাবতীদের কেউ মেডেল দেয় না

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

-শোভা ক্ষয়ে যাচ্ছিস
-কতখানি
-‘ঠোট কালো’ সিগারেটে
-তাতে কি? বিষ তো আর কাউকে দিচ্ছি না;
-রোজ রাত্তিরে বাড়ি ফিরিস
-দিনের বেলা অন্দরে যখন নটী যখন নাচে তখন চোখ কি শ্যাওলা থাকে
-তুই বড্ড অবাধ্য
-বাঘ কি সহজেই বাধ্য হয়

-এসব ভালো না
-জগতের কোনটা ভালো বলতে পারো
-তুই মেয়ে!
-তাতে কি?
-লজ্জার ভূষণ রাখত হয়
-লজ্জাবতীদের কেউ মেডেল দেয় না
-কৃতীমান হয়ে কেউ জন্ম নেয় কি; হয়েই তো জন্মে
-পরিবেশ লাগে
-বস্তিতেও ফুল ফোটে
-সেখানে শান্তি আছে
-কিসের অভাব তোর?
-এক বিন্দু বিশ্বাস দিতে পারো
-ধৈর্য্য রাখতে হয়
-কতকাল ?
-আজীবন
-আমি নারী হয়ে জন্মেছি মায়ের জাতি এই তো?
-হ্যা
-রেপ করার সময় তা মনে থাকে না; তখন তাকে নষ্টা মনে হয় তাই না?
-‘তা কেন হবে’
-তোমরাই আন্দোলনে মুখোশ পরে হাটো
-উশৃঙ্খল হতে নেই
-শৃঙ্খলার শিকল পড়িয়েই তো নারীকে ভোগ করা হচ্ছে

-নারী, মেয়ে, রমনী যুগে যুগে পর্দার ভেতরেই তো বেড়ে উঠছে
-যখন দাসী করে বিক্রি করা হতো তখন কোথায় থাকতো পর্দা প্রথা ?
-হয়েছে এবার থাম;
-বাক্স খুলেছি মাত্র! দোকান তো দেইনি


১০ জুলাই-২০১১ খ্রি:

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


21 Responses to মুক্ত সংলাপ: লজ্জাবতীদের কেউ মেডেল দেয় না

You must be logged in to post a comment Login