আহমেদ মাহির

রাত্তিরের অনুকাব্য :: ৩

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

১।।

পড়ে আছে প্রজ্জ্বলিত স্মৃতির অঙ্গার –
তোমার অন্ধ আদালতে ধিক্কার !

২।।

এই চারপাশের অসীম ব্যস্ততা
যার মানে নিঃসীম স্তব্ধতা ;
পাড়ায় পাড়ায় স্বপ্ন বিক্রেতা হকারের চিৎকার !
তোমাদের এই বিষ্ময়ের নগরে বসতি আমার ।

৩।।

কেমন আছেন?
এক গাল হেসে বলি , ” ভালো আছি … “;
ঢাকি আমার ‘মন্দ থাকা’ হাসির কৌশলে !
আজ বড় জানতে ইচ্ছে হয় ,
ভালো থাকা কারে বলে ?

৪।।

ছুঁয়ে যাও আমায়
দেখা না দিয়ে ;
অপেক্ষা এক বুক
হাহাকার নিয়ে !

৫।।

কখনো আলো – ছায়া ,
কখনো বা সাঁঝের মায়া ,
এক বুক কষ্ট নিরন্তর ;
আমায় আর ডাকিস না রে –
স্বপ্ন-ভ্রমর !

৬।।

একদিন তাহারে ডাকিয়া কহিলাম ,
” শোনোগো বাবু , শোন !
তোমাদের এই মন্দ থাকা
আর সহিছে না । মোরে
ভালো থাকার পথে লয়ে চলো । “

বাবু হাকিয়া কহে ,
“পৃথিবীর পথ ছাড়িয়া
যাও তবে চলিয়া ।”

৭।।

রাস্তার পাশের শিশুটিকে দেখে
হৃদয়ে সহসাই জাগে হাহাকার ;
হৃদয়ে রক্তক্ষরন ; অনুভব করলাম ,
আত্মার মৃত্যু হল আরও একবার !

৮।।

দেবী , আবারও এসো কোনোদিন
এমনই পার্থিবতার স্পর্শ মুক্ত হয়ে ;
লিখবো নতুন করে আগমনি গান –
সুর দেব তাতে গুনগুনিয়ে !

©আহমেদ মাহির
২০/০৭/১০

### খুঁজে নাও তোমায় , স্বপ্নিতা …

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


12 Responses to রাত্তিরের অনুকাব্য :: ৩

You must be logged in to post a comment Login