চারুমান্নান

তোমারই বিবর্ণ বাহানায়।

তোমারই বিবর্ণ বাহানায়। <!– –> ঐ যে বলেছিলে, কি জানি কথাটা পড়ছে না মনে এখন অনেক দিনতো হল! মনে না পরারই কথা বৃষ্টি ঝরা মেঘের মত। বৃষ্টি‍র ছোঁয়া বেশী বেশী অনুভূত হয় মেঘ ভাসলেই কেবল আকাশে স্বপ্ন বুনে মন। আকাশে তাকা‍লেই কেন জানি মনে পরে তোমার চোখ গভির মমতায় আঁকা, স্বপ্ন ছোঁয়া দেবীকে দেখছি যেন। […]