কেবলি সে বান্ধব আমার পথের।
কেবলি সে বান্ধব আমার পথের।
হাটাছে বাউল। আমি হাটছি জন্মাবধি।
থেথলানো সবুজ দূর্বা। আমার পথের নিশানা।
পথের ধারে বটের ঝুড়ি। একটু জিড়ই পথিক আমি।
লাল বট ফলের খোসা। পথের ধুলায় মলিন বসন।
মেঘের ছায়ায় হাওয়া বয় খানিক। একতারায় বাউল পদ ভেসে আসে।
ভেসে আসে স্বপ্ন তন্দ্রা ঘ্রাণ। পথে আমি বাউল বুনে যাই।
আঁধার ঘোনায়ে সাঁঝ নামে। মশাল হাতে হাটুরিয়ারা পথে।
আঁধার ভেদে ভেসে আসে। বিরহী বেহুলা-লকিন্দর।
ঐ পথেই আমার বাড়ি ফেরা। হাটতে পথে একটি তারা আমার সাথে চলে।
নাম জানি না তার। কেবলি সে বান্ধব আমার পথের।
দিনের আলোয় লুকিয়ে আমার সাথে। রাতের জ্যোস্নায়ও আমার পথের পাশে।
আঁধারেতো জড়িয়ে আছেই। সে কি মিছে আলোর ফাঁকি?
১৪১৮@২০ বৈশাখ,গ্রীষ্মকাল






সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














6 Responses to কেবলি সে বান্ধব আমার পথের।
You must be logged in to post a comment Login