অন্ধকার ও সভ্যদের গল্প
বাতাশে কিসের যেন
পোড়া গন্ধ ভাসে,
আমি শংকিত হই,
এ আমার দগ্ধ হৃদয়ের
সুবাস নয় তো!
ঘৃনার আগুনে পুড়ে ছাই হয়নি এখনো।
মুখোশধারীরা এগিয়ে আসে
হিংস্র দাতগুলো বের করে
ক্রমাগত হাসে,
শোষন, নিষ্পেষন আর নির্মমতার
ছুরি নিয়ে ঝাপিয়ে পড়ে;
আমি শংকিত হই,
এ আমার সমাজের
সুধী মন্ডলী নয় তো!
মনুষ্যত্তের সবচেয়ে নিচুস্তরে নেমে গেছে।
চারিদিক অন্ধকারে ঢেকে আসে
মুখোশধারীরা আগুন জ্বালে,
শিকোয় গেথে কিছু একটা পোড়ায়
ঊন্মত্ত উল্লাসে মাতে;
আমি আবারো শংকিত হই,
এ আমাদের শ্রমিকের
জীর্ন বাহু নয় তো!
আমার পাকস্তলি ছিড়ে বমি উগরে আসে।
2 Responses to অন্ধকার ও সভ্যদের গল্প
You must be logged in to post a comment Login