এপিটাফের শব্দমালা
অপেক্ষা করেছি শত মহাকাল
এপিটাফের প্রস্তরখন্ডের মতন
বুকের মধ্যিখানে শব্দমালা জড়িয়ে ।
চোখে পড়েনি বুঝি এ শব্দমালা ?
অথচ সকাল-বিকাল-গোধুলী প্রহরে
এ গোরস্থানের পথ মাড়িয়েছ কত
কখনো আঁড়চোখেও দেখনি এ শব্দমালা ?
কখনো চঞ্চল পায়ের ব্যস্ততায় কিংবা
অলস পদচারনায় উড়ে আসা ধুলো
এ এপিটাফের বুকে জমেছে ক্ষনেক্ষনে
আর তাই যে অশুভ ক্ষনে – অজানা কৌতুহলে
এপিটাফের বুক তোমার দৃষ্টিস্পর্শ পেল,
সেখানে তোমার পায়ের ধুলো ছাড়া
আর একটি শব্দও অবশিষ্ট ছিল না ।
২০.১১.২০১১
15 Responses to এপিটাফের শব্দমালা
You must be logged in to post a comment Login