গরু সমাচার

অনেক দিন থেকে আমি একটু ব্যস্ততা বেড়ে যাওয়া সহ নানা কারনে ব্লগে আসার সুযোগ পাচ্ছিলাম না। আজ সময়টা হিসেব করে দেখলাম অনেক দিন হয়ে গেছে। সত্যিই সময়গুলো যে কি ভাবে চলে যায় ভাবতেও অবাক লাগে!! বেশী দিন হয়ে গেলে সবাই ভুলে যেতে পারে তাই ঈদের সওগাত নিয়েই এলাম। যারা এখানে পুরনো তারা সবাই আমাকে চেনেন আর যারা নতুন এসেছেন তাদের অনেকেই চিনতে না পারলেও আস্তে আস্তে চিনে নিবেন আশা করি। নতুনদের সু স্বাগতম এবং অভিনন্দন জানিয়ে এবং পুরানোদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছিঃ-
প্রথমে যে যেখানেই ঈদ করেছেন সবার জন্য জানাচ্ছি ঈদ মোবারক।
আমি এবং আমার গিন্নী আমরা দুই জনে মিলে এই গরু কেনার সৌভাগ্য পেয়েছি।
ঈদের আগের দিন সারা দিন ব্যস্ত ছিলাম গরু কেনার কাজে। সাথে আমার গিন্নীও ছিলেন। আগার গাও এবং তাল তলা হাট ঘুড়ে ঘুড়ে শেষ পর্যন্ত একটা গরু কিনতে পেরেছি। ১০ বছর পর দেশে ফিরেছি বলে তিনি আমাকে একা গরুর হাটে যেতে দিতে সাহস পাননি। ভালবাসায় গদ্ গদ হয়ে দেবিকে শুধাইলাম আমি একাই যেতে পারতাম শুধু শুধু তুমি কেন কষ্ট করতে এলে? আমার দেবি বললেন এক গরু কিনতে দিয়ে আমি আর এক গরু হারাবার সাহস পাইনি তাই।
অতএব সাবধান! কারা সাবধান হবেন নিশ্চয় কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি একান্তই না বুঝেন তাহলে জানাতে ভুল করবেন না। সাহায্যের ত্রুটি থাকবে না। বিনা ফি তে জ্ঞ্যান বিতরণ করা হবে।
ঈদের দিন সকাল সাড়ে এগারটাঃ কলিজা রান্না হয়ে গেছে।
ঈদের দিন দুপুর দুইটাঃ বিরিয়ানি রান্না হয়ে গেছে।
এবার আপনাদের আসার অপেক্ষা। চলে আসুন তাড়াতাড়ি।
( একটি গোপন খবর, সবগুলি রান্না কিন্তু চমতকার হয়েছে। পরে কিন্তু ভাই আমার দোষ দিতে পারবেন না)
5 Responses to গরু সমাচার
You must be logged in to post a comment Login