Added on নভেম্বর 5, 2011
অরুদ্ধ সকাল
অরুদ্ধ'র কবিতা সমগ্র ;
চোখের ভাজে পাহাড় আছে

চোখের ভাজে পাহাড় আছে
কলরব তার সকাল-সাঝে
মাঝখানে তার ছোট্ট নদী
দু-পাড় উষ্ণ ধারা
ধারার মাঝে নোনা স্বাদ
তাতে কষ্টপাড়া।
চোখ আকাশে রূপ পাল্টায়
কখনো হাসায়, কখনো ভাসায়
কখনোবা চোখালয়ে হঠাৎ মেকি সঙ
উচ্ছলতার পুকুর মাঝে এক ফোটা নীল রঙ
রঙের মাঝে জীবনযুদ্ধ
যুদ্ধে পরাজয়
পরাজয়ের ক্লান্তি শেষে
জলের ধারা বয়
যায়না বাধা সেই ধারাকে
কলরব তাই সকাল-সাঝে
চোখের ভাজে পাহাড় আছে
///////////////////////////////////////////////////////////////////
রেলপথে বিশকা,গৌরিপুর-২০১১
by অরুদ্ধ সকাল
রবীন্দ্র প্রেমে নিমগ্ন !!
প্রভাত কিংবা সাঝে; অভীমান কিংবা লাজে; রবীন্দ্র ছাড়া অন্ধ। কথা না রাখার স্বদেশে; আরকথার কন্টক বেধাতে চাইনা। তাই কথার রাজ্যে কথার ফেরি করে ফিরি রোজ। হা-পিতেশ করতে গিয়েও ঠেকে যাই। হয়তো জীবনটা এমনই কেউ হারে কেউ জেতে।
ভালবাসার সংবৃতি নেই বলে আহত হই; তবুও পড়ে থাকি নুড়ি’র মতো যদি মুক্তো ভেবে কেউ হস্তে তোলে; যদি ওঁচলা ভেবে কেউ ছুড়ে ফেলে তবুও তেমনি থাকি, যেমনি আছি এখনো।
কারও সংবেদ্য না হতে পারি নৈবেদ্য হতে দোষ কি !!
_______________
কখনো যদি মনে পড়ে
4 Responses to চোখের ভাজে পাহাড় আছে
You must be logged in to post a comment Login