ছড়া: “বলবেন কি মন্ত্রী মহাশয়” – মাহাবুবুল হাসান নীরু

সাভারের দুর্ঘটনা নাকি ‘ভয়াবহ‘ নয়!!
এর চাইতে ‘ভয়াবহ‘ দুর্ঘটনা আর কী হয়,
বলবেন কি বিজ্ঞ-বোদ্ধা মন্ত্রী মহাশয়?
ভবনে যদি থাকতো আপনার স্বজন-প্রিয়জন
তবেই বুঝি বুঝতেন এ দুর্ঘটনার ‘ওজন‘
বুঝতেন, ‘ভয়াবহ দুর্ঘটনা‘ কারে কয়,
প্রিয়জনের বিচ্ছেদ এক হৃদয়ে কতোটা সয়!
মন্ত্রীরাই কি শুধু মানুষ, জনগণ মানুষ নয়?
বলবেন কি অভিজ্ঞ (!) মন্ত্রী মহাশয়?
কী যে কথা বলেন জনাব, পাগলের মতো
ভবন ধসে মরলো মানুষ শত শত,
তারপরও বলেন, দুর্ঘটনা ‘ভয়াবহ‘ নয়!
এর চাইতে ‘ভয়াবহ দুর্ঘটনা‘ আর কী হয়,
আওয়াজ দিয়ে বলবেন কি বিজ্ঞ মন্ত্রী মহাশয়?
–৪ মে, ২০১৩, ক্যালগেরি, কানাডা।
You must be logged in to post a comment Login