নাইট ডিয়্যুটি থেকে মরনিং শিফট
রাত্রিতে ঘুমে ঝাপসা ভাপসা শরীর থেকে
কর্পূরের গন্ধে উবে যায় নিশাচরী আত্মা ,
ঝুলে থাকে ঝুল বারান্দায়
ফেঁসে যায় কংক্রিটের ফাঁদে
নিভিয়ে শেষ লেম্পপোস্টের আলো
আগরবাতির বুঁদ হওয়া ধোঁয়ায়
কী দুরুদ পড়ে জানালায় জানালায় ।
চাননি জ্বলা আগুন , ফুলকি …ফুল কী ?
আমার হারানো মুঠোভরতি শীউলি
তোর অভিমানী কাঠগোলাপ সুড়কি !
বর্ণচোরা নিয়ন বাসিন্দা …
প্যাঁচা শোনায় নিঃখোঁজ সংবাদ
শুন্য বিছানায় ধারালো সিডেটিভস
কে হলো খুন কে হলো খুনী ?
…
প্রথম আযান দূর থেকেই আসে
মিনার থেকে টুপটুপ কুয়াশা
ঈশ্বরও কাঁদেন কি না জানি না ,
কিছুপর খুলবে সাটার শতকিয়া
জমে কালি ওর্য়াকশপের , ছায়া গাছটায় ,
একটু পরেই দেখবে একটি ছেলে
সাদা স্কুল ড্রেস কাঁধে ভারি ব্যাগ
হেঁটে যাবে ঢুলু ঢুলু ঘুম চোখে
তারপকেটে শিউলি ফুল …
ফুলকেও বিশ্বাস করে না কেউ কেউ
ছেলেটা তাদের দলে ছিলো না যাবে না
ছেলেটাই প্রতিরাতে জানলায় দাঁড়িয়ে থাকে একলা ।
[ এটাও তোকে লিখা … প্রেমের কবিতা হয়নি তাও তোকে , অনেক জ্বালিয়েছি একজন মনের মানুষ ভেবে , জানি যেদিন এক্কেইবারেই চলে যাবো তুই বড় বাঁচা বেঁচে যাবি … আমার অনেক ভুল মাফ চেয়েছি বারবার সবচেয়ে বড় ভুল তোর বিশ্বাস ভাঙা যদিও আমি ঐদলে যাইনি কখনো তাও মেনে নিচ্ছি এটাও আমার ভুল , ভাচর্ুয়াল জগতে আমি সত্্যি বেমানান ভালো থাকিস ।:) এই হাসিটা শুধু তোর জন্য ]
12 Responses to নাইট ডিয়্যুটি থেকে মরনিং শিফট
You must be logged in to post a comment Login