নীল নক্ষত্র

পদোন্নতি!

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page


কোথাও যেন ফোটে না পদোন্নতির ফুল
তা হলে তা হবে জ়েন মস্ত বড় ভুল।
পদোন্নতির নামে চলে প্রহসনের মেলা
অরাজকতা আর বিভীষিকার করুন খেলা।

চাটুকারি তোষামদ করে যেই জন
তারেই ভাবে সবে অতি যোগ্য জন।
বড় বড় সাহেবের পা চাটা কুকুর
সিড়ি ভেঙ্গে উঠে যায় হাতে নিয়ে মুগুর।

বাকী সব অযোগ্য আর প্রবিধানে নাই
পরে থাক তেপান্তরে আমার কি ভাই?
বিধি মালার বাইরে কেমনে কলম ধরি
দাওনি তো কোন কিছু পকেটে ফেলনি কড়ি।

হবে না উন্নতি ছাগল আর গাধা বলে
ঘটে নাই ঘিলু এ কথা বলে কোন পাগলে?
ছাড় কিছু মাল মাখ ভাল তেল
বিধি মালা বদলে দেব দেখাব খেল।
গদি আমার পাকা দুলাভাই মন্ত্রি
আমিই তো এ যুগের ফিটফাট যন্ত্রি।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


9 Responses to পদোন্নতি!

 1. নীল নক্ষত্র ডিসেম্বর 26, 2010 at 3:55 অপরাহ্ন

  ধন্যবাদ। আপনার এই স্পস্ট মতামত জানাবার প্রবণতা যে কোন লেখকের পাথেয়। ভাল থাকুন সুস্থ থাকুন।

 2. rabeyarobbani@yahoo.com'
  রাবেয়া রব্বানি ডিসেম্বর 26, 2010 at 4:22 অপরাহ্ন

  আমি নিজেও কবি হিসেবে দক্ষ নই । এমনিতে পুরো লেখাটা অবশ্যই ভাল লেগেছে তবে লেখাটাকে কবিতা হিসাবে কিছু কিছু জায়গায় বেসুরো লাগছে ।

  • নীল নক্ষত্র ডিসেম্বর 27, 2010 at 4:25 অপরাহ্ন

   আসলে আমাকে যদি কোন কবির সাথে তুলনা করেন তা হলে কি অবিচার করা হবে না?নিতান্ত নির্মল আনন্দের সাথে সময় কাটাবার উদ্দেশ্যে কিছু আকিবুকি করা। তা ছারা কোন উদ্দেশয় মুলক লেখা বিশেষ করে সে যদি কবিতার আকারে হয় তা হলে সে কেমন ভয়ংকর হয়ে উঠে ভেবে দেখেছেন? তা কি আর আমার মত কারো সম্ভব?
   খোলা মতামতের জন্য অনেক ধন্যবাদ।

 3. rabeyarobbani@yahoo.com'
  রাবেয়া রব্বানি ডিসেম্বর 26, 2010 at 4:27 অপরাহ্ন

  এখানে বলে নেই আপনার নেই যেখানে ইতি বেশ ভাল লেগেছে ।

 4. রাজন্য রুহানি ডিসেম্বর 26, 2010 at 5:24 অপরাহ্ন

  মর্মার্থ যথার্থ। :rose:
  ………………….

  রাবেয়া রব্বানির সুরে আমিও বলি- ছন্দের খানাখন্দে ওঠা-নামা করতে মাঝেমধ্যে পিছলে যায় পা।

 5. juliansiddiqi@gmail.com'
  জুলিয়ান সিদ্দিকী ডিসেম্বর 26, 2010 at 5:56 অপরাহ্ন

  পদোন্নতির নামে চলে প্রহসনের মেলা
  অরাজকতা আর বিভীষিকার করুন খেলা।

  -প্রহসন কোথায় নাই? চলেন সেখানে নির্বাসিত হই!

  • নীল নক্ষত্র ডিসেম্বর 27, 2010 at 4:33 অপরাহ্ন

   নির্বাসিত হইয়া কই যাইবেন ভাইজান?সারা দুনিয়া ভেজালে ডুইবা গেছে। মায় পোলারে ভেজাল খাওয়ায়, বাবা মাইয়ারে ভন্ডের কাছে বিয়া দেয়, ভাই বইনেরে নিয়া ফুর্তি করে কই যাইবেন? কোন হানে যাওনের কাম নাই যেমনে আছেন তাই থাকেন।

You must be logged in to post a comment Login