ফেসবুকে হুমায়ূন – মাহাবুবুল হাসান নীরু

ফেসবুক জুড়ে আজ শুধু দেখি হুমায়ূন
কতো ব্যাথা, কতো কথা বলছে কতো জন.
বর্ণিল হুমায়ূন; কারো চোখে সাদা-কালো
কতো ছিলো গুণ তাঁর; কতোটা ছিলো আলো,
কালো ছিলো কতোটা অন্তর মাঝে তাঁর?
প্রশ্নটা উঠে আসে ফেসবুকে বার বার।
সাহিত্যিক হুমায়ূন ছিলো কতো বলীয়ান
উঠে আসে সে হিসেব; শত মুখে জয়গান,
কেউ কেউ তুলে ধরে হুমায়ুন অভিধান
আলো ও আঁধারীতে চলে কারো সন্ধান…
উঠে আসে তেঁতো রোষে শাওনের অধ্যায়;
এখানেই এসে যেনো হুমায়ূন থেমে যায়!
কেউ বলে, হুমায়ূন শাওনের হাত ধরে
মরণের অনেক আগে একবার গেছে মরে,
যার কাঁধে ভর করে হুমায়ূন দাঁড়িয়েছে
সেই গুলতেকিনকে বাড়ি থেকে তাড়িয়েছে!
বিপাশা শীলা নোভা নুহাশের কান্না
ব্যাথাতুর কেউ বলে, হুমায়ূন আর না….
ভরে ওঠে ফেসবুক শাওনের নিন্দায়
ফিকে হয় হুমায়ূন, যতোই দিন যায়…..
সাহিত্য নিয়ে আজ যতো না ওঠে কথা
ব্যক্তি হুমায়ূন, আলোচনা যথা-তথা…..
শাওনের কারণে হলেও তিনি খর্ব
তারপরও হুমায়ূন আমাদের গর্ব॥
You must be logged in to post a comment Login