হ-য-ব-র-ল
১
সমান্তরাল
এখন আর তেমন কিছু বলার নেই-
অনেক কথাই বলেছি স্বশব্দে কিংবা অব্যক্ত ভাষায়;
অধরে চুম্বন রেখে, চোখ রেখে চোখের তারায়।
কখনো কিছুই বুঝতে চাইতে না তুমি-
লাঙ্গলের ফ’লার মত অবিরাম চালিয়েছ সন্দেহের চিরুনী; প্রেমের ভুল বিন্যাসে।
উর্বরা শীতের তাজা সব্জীর মত-
ধারালো ব্লেডে রক্তাক্ত করেছ আমার সতেজ হৃদয়,
ফিরেও দেখনি কতটা সবুজ প্রেম বেঁধেছিল বাসা-
বিন্দু বিন্দু রক্তের কুয়াশায় উজ্জীবিত, কতটা ভালবাসা ছিল জমাট; হৃদয় মৃত্তিকায়।
২
বহমান
জন্মথেকে জন্মান্তরে আমরা হাটছি, শুধু হাটছি
হৃদ-অলিন্দে ফোটেনা আর শিরি কিংবা রজকীনি।
পিছনে ফেলে আসা সবুজ ঘাসের বুকে থাকে
রক্তাক্ত পায়ের ছাপ; নৈশব্দের বাঁকে বাঁকে
বিছানো আছে তপ্ত বালির ক্যাক্টাসে ঘেরা-
জীবান্ধ প্রলাপ; থামে না তবু কৃ্ষ্ণলীলা।
7 Responses to হ-য-ব-র-ল
You must be logged in to post a comment Login